শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন নাইম শেখ। বুধবার ১৫ সদস্যের দলের সঙ্গে তাকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নাঈম শেখ দলের সঙ্গে যোগ দিলেও আগের দল থেকে কেউ বাদ পড়ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তবে তৃতীয় ম্যাচে লিটস দাস বিশ্রামে থাকলে ওপেনিংয়ে নামবেন নাঈম। এমন গুঞ্জন রয়েছে।
তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে বাংলাদেশে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
নাঈম শেখ ডাক পাওয়াতে বাংলাদেশ দল এখন ১৬ সদস্যের। আগের কেউই বাদ পড়ছে না। এর আগে ২০ মে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি।
বাংলাদেশ তৃতীয় ম্যাচের ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন কুমার দাশ, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
স্ট্যান্ড বাই: তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ও শহিদুল ইসলাম।