১০৭ রান তুলে ১ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডিন এলগার ৫৯ ও কিগান পিটারসেন ২৪ রান নিয়ে অপরাজিত আছেন। খালেদের আহমেদের করা ১২তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন সারেল এরউই। ২৪টি রান আসে তার ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকা সতর্ক শুরু করেছে। পোর্ট এলিজাবেথে টস জিতে ব্যাটিং নেয় তারা। ডিন এলগারের সঙ্গে উদ্বোধনী জুটিতে আছেন সারেল আরউই। মেহেদী হাসান মিরাজের স্পিন এবং খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের পেস বেশ ভালোভাবে সামাল দিচ্ছেন তারা।
পোর্ট এলিজাবেথ টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে মুমিনুল হকের দল। প্রায় ১ বছর পর সাদা পোশাকে ফিরেছেন তামিম ইকবাল। সাদমান ইসলামের জায়গায় খেলছেন তিনি। এ ছাড়া চোটের কারণে দেশে ফেরা তাসকিন আহমেদের জায়গায় খেলছেন তাইজুল ইসলাম। অর্থাৎ বাংলাদেশ আজ নেমেছে বাড়তি স্পিনার নিয়ে।