পাকিস্তান স্কোয়াড
আজহান আলী, বাবর আজম (অধিনায়ক),ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, নওমেন আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ।
অস্ট্রেলিয়া স্কোয়াড
উসমান খাজা, ডেভিড ওয়ার্নার, ম্যারনুস ল্যাবুসচ্যাং, স্টিভেন স্মিভ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, এ্যালেক্স ক্যারে, পেট কামিংস (অধিনায়ক), মিশাইল স্টার্ক, নাথান লিওন এবং জস হেজেলহুড।
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলছে ক্রিকেটে অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ানশীপের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে টসে জিতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। পরিসংখ্যান বলছে, এটি ২ হাজার ৪শ ৫৩ তম টেস্ট ম্যাচ।
প্রথম টেস্ট শেষ হবে ৮ মার্চ। এরপর ১২ মার্চ করাচীতে দ্বিতীয় টেস্ট, ২১ মার্চ লাহোরে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ প্রথম ওয়ানডে, ৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে, ২ এপ্রিল তৃতীয় ওয়ানডে ম্যাচে দু’দল মুখোমুখি হবে। ৫ মার্চ সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডির মাঠেই একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো ও টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
১৯৯৮ সালে অস্ট্রেলিয়া শেষবার পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিলো। কয়েক বছর হলো পাকিস্তানে বিদেশি দলগুলো সফর করা শুরু করেছে। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশের পর পাকিস্তানে গিয়ে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকাও। গত সেপ্টেম্বর মাসেই ১৮ বছর পর পাকিস্তানে গিয়েও সিরিজ শুরুর আগমুহূর্তে নিরাপত্তা–শঙ্কাকে কারণ দেখিয়ে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। এর পরপরই সফর বাতিল করে ইংল্যান্ড। এ দুটি সফর বাতিল হওয়াটা বড় ধরনের ধাক্কা হয়েই এসেছিল পাকিস্তান ক্রিকেটের জন্য। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারটি চূড়ান্ত করেছে। এমন অবস্থায় পাকিস্তানে অস্ট্রেলিয়া দলের সফর নিঃসন্দেহে পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় সুসংবাদ।