টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। আর প্রথমেই প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে কথা বলেছেন।
প্রশ্ন : পিচ কেমন হতে পারে বলে ধারণা করছেন?
মাহমুদউল্লাহ : পিচের কন্ডিশন ভালো ছিল। কালও (রবিবার) একই রকম থাকবে। সব কন্ডিশনের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। সব কিছুর জন্য প্রস্তুত থাকার মেন্টালিটি থাকা উচিত।
প্রশ্ন : স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে সেভাবে আপনাদের খেলা হয় না। এটি কীভাবে দেখছেন?
মাহমুদউল্লাহ : এমন একটি ফরম্যাট হালকাভাবে নেওয়ার উপায় নেই। বিনয়ী থাকতে হবে। সেরাটা দিতে হবে। আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। আর আসল কথা মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। দল কেমন ব্যাপার অবশ্যই। কিন্তু নিজেদের সেরাটা দিতে হবে।
প্রশ্ন : সাকিব আজ (শনিবার) যোগ দিয়েছেন। সে কি কাল খেলবে।
মাহমুদউল্লাহ : সাকিব আজ (শনিবার) সকালে এসেছে। আইপিএল শেষ করে এসেছে। তার সেখানে কমিটমেন্ট ছিল। সে ঠিক আছে। কান্ত কিছুটা। সে ঠিক আছে। আশা করছি অনুশীলনের পর তাকে ভালো দেখতে পারব।
প্রশ্ন : মুশফিকের খারাপ সময় যাচ্ছে। এ ব্যাপারে যদি কিছু বলতেন।
মাহমুদউল্লাহ : সে অনেক ভ্যালুয়েবল দলের জন্য। ওর হয়তো একটা খারাপ সময় যাচ্ছে। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। আমাদের সাপোর্ট আছে। দলের যথাসময়ে সে ফর্মে ফিরবে। কালই সেটি হতে পারে। একটি ভালো শুরু হয়তো ছন্দে ফেরাবে।
প্রশ্ন : ওপেনিং নিয়ে ভাবনা কী?
মাহমুদউল্লাহ : লিটন ভালোই করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিদিন রান করতে পারবেন না। আত্মবিশ^াসী থাকা জরুরি। আর মানসিকভাবে প্রস্তুত থাকবে। আত্মবিশ^াস হারানো যাবে না। সবার ভালো মানসিক প্রস্তুতি রয়েছে।
প্রশ্ন : স্কটল্যান্ডের অধিনায়ক বলেছেনÑ বাংলাদেশকে সহজে হারাতে পারবে। এটি কীভাবে দেখছেন?
মাহমুদউল্লাহ : স্কটল্যান্ড কী বলেছে সেটি নিয়ে ভাবছি না। আমরা সবাইকে সমানভাবে দেখি। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।
প্রশ্ন : মূলপর্বে বাংলাদেশকে নিয়ে কী আশা?
মাহমুদউল্লাহ রিয়াদ : আমার মনে হয় যে এই রাউন্ড নিয়ে ভাবা উচিত আগে। সব ম্যাচ ভালো করে যদি পরের রাউন্ডে যেতে পারি, তা হলে ওটা নিয়ে ভাবব। আমাদের কিছু স্টেপ পার করতে চাই। আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে।
প্রশ্ন : মিরপুরে অনেক স্পিনার নিয়ে খেলেছেন। বিশ^কাপেও কি তাই হবে?
মাহমুদউল্লাহ : (হাসি) বেশি স্পিনার নিয়ে খেলব না। এটি আপনাদের আগেই জানিয়ে দিলাম।
প্রশ্ন : সৌম্যকে নিয়ে কী ভাবছেন?
মাহমুদউল্লাহ : সে ভালো খেলছে। এখন টিম কম্বিনেশন কেমন হবে জানি না। সে তিনে খেলবে যদি নামে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যে কম্বিনেশন হয়েছে, সেটিতেই হবে কাল।