দ্বিতীয় বারের মতো একেএফ’র সহ সভাপতি পুলিশের এআইজি হাবিবুর রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১১:২৬ পিএম

দ্বিতীয় বারের মতো একেএফ’র সহ সভাপতি পুলিশের এআইজি হাবিবুর রহমান

দ্বিতীয়বারের মত এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইরানের উর্মিয়ার আনা হোটেলে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এশিয়ান কাবাডি ফেডারেশনের সাধারণ সভায় তিনি সহ সভাপতি নির্বাচিত হন।

সাধারণ সভায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিনিধি হিসবে ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের(বিকেএফ) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রথমবারের মত এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ সভাপতি নির্বাচিত হন।

প্রসঙ্গত, ভালো কাজের স্বীকৃতি হিসেবে হাবিবুর রহমান তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। তাছাড়া সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে তার কাজ সব মহলে প্রশংসিত। 

পুলিশের  এই ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে গুরুদায়িত্ব পালনের পাশাপাশি হাবিবুর রহমান সম্পাদনা করেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ। যৌনপল্লীর শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়ানো, একাত্তরে পাক-হানাদারদের বিরুদ্ধে পুলিশের প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করা, তাদের নিয়ে বই সম্পাদনা-এসব কাজের মধ্যে উল্লেখযোগ্য।

গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্ম নেওয়া হাবিবুর রহমান ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে। বরাবরই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই পুলিশ কর্মকর্তা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন। পেশাগত সাফল্য তাকে নিয়ে গেছে ঈর্ষণীয় অবস্থানে। 

Link copied!