শ্রীলঙ্কাকে সিরিজের শেষ ম্যাচে হারাতে পারেনি বাংলাদেশ। ধবলধোলাইয়ের সুযোগ পেয়েও নাস্তানাবুদ হয়েছেন টাইগাররা। ৯৭ রানে হেরে সিরিজের সমাপ্তি ঘটে ২-১ ব্যবধানে।
শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান করে শ্রীলঙ্কা। টার্গেটে খেলতে নেমে ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
প্রথম ম্যাচে ৩৩ ও দ্বিতীয় ম্যাচে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচে হারে ৯৭ রানে।
বিব্রতকর ব্যাটিংয়ে তামিমের দল ২০০ রানের আগেই অলআউট হয়। ৭৪১ দিন পর মোসাদ্দেক হোসেনের ফিফটি (৫১) ও শেষ দিকে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন মাহমুদউল্লাহ (৬৩ বলে ৫৩)। ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। এ ছাড়া বলার মতো রান আসেনি কারো ব্যাট থেকে।
আগের দুই ম্যাচে ত্রাণ কর্তা হয়ে দাঁড়ানো মুশফিক এই ম্যাচে আউট হয়েছেন ২৮ করে। এক দুশমন্ত চামিরার কাছে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। তিনি একাই নিয়েছেন ৫ উইকেট। ৯ ওভারে দিইয়েছেন মাত্র ১৬ রান।
বাংলাদেশ প্রথম ম্যাচে ৩৩ ও দ্বিতীয় ম্যাচে ১০৩ রানে জেতে। প্রথমবারের মতো সিরিজে হারিয়ে ইতিহাস গড়া হলেও ধবলধোলাই করে আরেকটি ইতিহাস লেখা হলো না।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে লঙ্কান অধিনায়ক কুশল পেরেরার ১২০ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করে। ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত ছিলেন ৫৫ রান করে। দুর্দান্ত বোলিং করে তাসকিন আহমেদ একাই নিয়েছেন ৪ উইকেট।