জয়ের জন্য ভারতকে ২০৯ রান করতে হতো। আর তারা ১ উইকেটে ৫২ রান তুলেও ফেলেছিল। কিন্তু রবিবার ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্টটির পঞ্চম দিনের খেলা ছিল। বৃষ্টির তোপে একটি বলও হলো না। ফলে ড্রয়ে শেষ হয়েছে খেলা।
এই টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৮৩ রানে অলআউট হয়। জবাবে ২৭৮ রান করে ভারত। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান করে। ফলে ভারতের জন্য জয়ের লক্ষ্য নির্ধারিত হয় ২০৯ রান। চতুর্থ দিন শেষে ভারত ৫২ রানে ১ উইকেটে দিন শেষ করে। পঞ্চম দিনের খেলা হলে ভারতের জয়ের সম্ভাবনা ছিল এটা পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। অবশ্য বৃষ্টি নাটকীয় একটি দিন হজম করে ফেলেছে।
এখন সিরিজের দ্বিতীয় টেস্টটি ১২ আগস্ট শুরু হবে ক্রিকেটে মক্কা খ্যাত লর্ডসে।