সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে। আর সেটা হচ্ছে ১৩ অক্টোবর মালে তে নেপালকে হারাতে হবে। রবিবার ভারত ১-০ গোলে হারাল নেপালকে। মালেতে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন সুনীল ছেত্রি ৮২ মিনিটে। বাংলাদেশের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
এর আগে মালদ্বীপ ১-০ গোলেই হারিয়েছিল শ্রীলংকাকে। ভারত ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে। মালদ্বীপ পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ৬ পয়েন্ট নিয়ে নেপাল রয়েছে দ্বিতীয়স্থানে।
শ্রীলংকার বিদায় ঘটেছে। এখন ফাইনালের লড়াইয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থাকা বাংলাদেশের। ১৩ অক্টোবর বাংলাদেশ খেলবে নেপালের সঙ্গে। মালদ্বীপ খেলবে ভারতের সঙ্গে। বাংলাদেশ নেপালকে হারালে ৭ পয়েন্ট অর্জন করবে। ওদিকে মালদ্বীপ ড্র করলেও ফাইনালে যাবে। কিন্তু ফাইনালে যেতে ভারতকে জিততেই হবে।