এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার জন্য বাংলাদেশ ছেঁড়েছেন তামিম ইকবাল। ২৫ সেপ্টেম্বর সেই আসর শুরু হবে নেপালে। আর এর ফাইনাল রয়েছে ৯ অক্টোবর। কাতার এয়ারওয়েজের একটি বিমানে রওনা হয়েছেন দেশসেরা এই ওপেনার।
করোনার কারণে সরাসরি ঢাকা টু কাঠমান্ডুর ফ্লাইট বন্ধ। তাই কাতার হয়ে যেতে হচ্ছে তামিমকে। আসরে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন এই ড্যাশিং ওপেনার। বর্তমানে হাঁটুর চোটে রিহ্যাব প্রক্রিয়ায় আছেন তামিম।
ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো মিরপুরে কয়েকদিন অনুশীলন করেছেন তামিম। আগামী ১৭ অক্টোবর ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সেখানে প্রথম পর্ব। এর পর সংযুক্ত আরব আমিরাতে রয়েছে পরের পর্ব। তামিম বাংলাদেশের দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেন। কারণ হিসেবে বলেন, অনেক ম্যাচ খেলেননি। আর সেজন্য যারা খেলছেন তাদের সুযোগ দিতে চান।
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম। তবে তার বিশ্বকাপে না থাকা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে।