পাঠান ঝড়ে জিম-আফ্রো টি-টেনের ফাইনালে মুশফিক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৯, ২০২৩, ০১:০০ এএম

পাঠান ঝড়ে জিম-আফ্রো টি-টেনের ফাইনালে মুশফিক

ইউসুফ পাঠানের ঝড়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে জিম-আফ্রো টি-টেনের ফাইনালে নাম লিখিয়েছে মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোস। ডার্বান কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৪০ রান করে ডারবান। রান তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাফেলোস।

পাঠান মাত্র ২৬ বলে ৮০ রান করে ম্যাচসেরা হয়েছেন। ৫টি চার ও ৮টি ছয়ের মারে পাঠানের ইনিংসটি সাজানো ছিল। ফিফটি করেন মাত্র ২০ বলে। তার সঙ্গে ১০ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন মুশফিক। তায়েব আব্বাস সর্বোচ্চ ২টি উইকেট।

এর আগে আন্দ্রে ফ্লেচার ও আসিফ আলীর ক্যামিওতে ১৪১ রানের লক্ষ্য দেয় ডারবান। ১৪ বলে ৩৯ রান করেন ফ্লেচার। আর আসিফের ব্যাট থেকে আসে ১২ বলে ৩২ রান। শেষ দিকে ৯ বলে ২৪ রান করেন নিক ওয়েলচ। ডারবানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন নূর আহমেদ।

হেরে যাওয়া ডারবান দ্বিতীয় এলিমেনেটর ম্যাচে লড়ছে হারারে হ্যারিকেন্সের বিপক্ষে। জয়ী দল আগামীকাল জোবার্গের বিপক্ষে ফাইনালে ট্রফির লড়াইয়ে লড়বে।

Link copied!