ফুটবল দুনিয়ার বাইরেও অসাধারণ স্কালোনি; প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

স্পোর্টস ডেস্ক

জুন ৩, ২০২৩, ০৭:৫৩ পিএম

ফুটবল দুনিয়ার বাইরেও অসাধারণ স্কালোনি; প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

কোচ হিসেবে দলকে পথ দেখিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ নিয়ে গেলেন লিওনেল স্কালোনি। সেই থেকে সংবাদমাধ্যম জুড়ে ছিলেন তিনি। এবার ফুটবল দুনিয়ার বাইরে চলতি জীবনের ঘটনার কারণে আলোচনায় এসেছেন স্কালোনি। বিমানবন্দরে শাটল বাসে এক বৃদ্ধা সহযাত্রীকে সাহায্য করে সবার কাছে প্রশংসিত হচ্ছেন তিনি।

বিমানবন্দরে ফ্লাইট ধরতে বিমানমুখী বাসে উঠেছিলেন স্কালোনি। সেই বাসে তাঁর ফ্লাইটের অন্যান্য যাত্রীরাও ছিলেন। এর মধ্যে এক বৃদ্ধ দম্পতিও ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া এক ছবিতে দেখা গেছে, বৃদ্ধাটির জুতার ফিতে বেঁধে দিচ্ছেন স্কালোনি।

টুইটারে পোস্টটি দেখতে ক্লিক করুন

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ স্কালোনির সাথে সেই বৃদ্ধার কথোপকথনও প্রকাশ করেছে। স্কালোনি সেই বৃদ্ধাকে বলেছেন, ‘অপেক্ষা করুন, আমি আপনার জুতার ফিতা বেঁধে দিচ্ছি, যেন আপনি পড়ে না যান।’

সে সময় স্কালোনিকে ওই বৃদ্ধা না চিনতে পারলেও যখন ফিতে বেঁধে দিয়ে উঠে দাঁড়ালেন তখন তাঁর স্বামী আর্জেন্টাইন কোচকে চিনতে পারেন। এগিয়ে এসে স্কালোনিকে জড়িয়ে ধরেন তাঁরা।

সহযাত্রী বৃদ্ধার প্রতি এমন সহানভূতিসম্পন্ন আচরণের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন ডাগআউটের কৌশলী এই কোচ। তাঁর এমন বিনয়ী রূপ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাপূর্ণ আবেগময় বার্তাও দিয়েছেন ভক্তরা।

একজন লিখেছেন, ‘মাঠে এবং মাঠের বাইরে তুমি দারুণ স্কালোনি।’ আরেকটি মন্তব্যে লেখা হয়, ‘এ কারণেই সৃষ্টিকর্তা তোমাকে পছন্দ করে।’ 
স্কালোনির আরেক ভক্ত লিখেছেন, ‘হ্যাঁ, এটাই স্কালোনি। কয় দিনে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন, আর আজ বৃদ্ধাকে জুতার ফিতে বাঁধতে সাহায্য করলেন।’

স্কালোনির চোখ এখন জাতীয় দলের এশিয়া সফরে। যেখানে তাঁর দল খেলবে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর ১৯ জুন খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। 

Link copied!