‘আমার সোনার বাংলা, বলো জয়, জয় বঙ্গবন্ধু বাংলা। দোস্ত মুজিব হ্যা দিলমে।’ গানটি যখন এ আর রহমান ধরেছেন মিরপুরে তখন পিনপতন নীরবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। মোবাইল ফোনটি বের করে ভিডিও করলেন। এই ক্ষণটি ধারণ করে রাখলেন হয়তো স্মৃতি হিসেবে!
বেরসিকের মতো বৃষ্টি এসে বাগড়া দিয়ে সময় নষ্ট করেছে মাত্র। সেসব মনের গহীন কোন থেকে হারিয়ে যায় সুরের মূর্চ্ছনায়। এ আর রহমান ঢাকার মানুষকে কয়েক ঘন্টার জন্য নিয়ে গেলেন সুরের অন্য এক জগতে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করেন এ আর রহমান ছাড়াও বেশ কয়েকজন ভারতীয় শিল্পী। বাংলাদেশের মাইলস ও লোক গানের কিংবদন্তি মমতাজ উপস্থিত ছিলেন। ‘মরার কোকিল’ থেকে শুরু করে বেশ কয়েকটি জনপ্রিয় গান তিনি গেয়েছেন।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কনসার্টের মূল আকর্ষণ এ আর রহমানের গান শুরু না হতেই হানা দেয় বৃষ্টি। সোয়া ৬টার দিকে বৃষ্টি আসে। শুরুতে গুঁড়ি গুঁড়ি হলেও পরে মুষলধারে বৃষ্টি নামে।
কনসার্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭টায় আসার কথা থাকলেও বৃষ্টির কারণে দেড় ঘ্ণ্টা পর সাড়ে ৮টায় আসেন। বৃষ্টির কারণে ঝামেলায় পড়েন দর্শকরা।
এই কনসার্টে গান পরিবেশন করতে রোববার রাতে (২৭ মার্চ) ঢাকায় পৌঁছান এ আর রহমান। তিনি ওঠেন হোটেল সোনারগাঁওয়ে। দুই দিন সেখানেই থাকবেন। সব মিলিয়ে এই কনসার্টের জন্য দুইশ জন সঙ্গী নিয়ে ঢাকায় এসেছিলেন।
তিন ঘণ্টারও বেশি সময়ে ৩৫টি গান গাওয়ার কথা ছিল অস্কারজয়ী এ আর রহমানের। কিন্তু বৃষ্টি বাগড়া তৈরি করে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বিশেষ একটি গান তৈরি করেন তিনি। বিসিবি নিজেদের উদ্যোগে গানটি বানিয়েছে।