এএফসি কাপে ডি-গ্রুপে আজ নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ গোকুলাম কেরালা। কলকাতার সল্টলেকে বিশ^ যুবভারতী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
এএফসি কাপের গ্রুপ পর্ব পেরিয়ে আন্ত:সেমিফাইনাল প্লে-অফে যাওয়ার স্বপ্নটা ফিকে হয়ে গেছে বসুন্ধরা কিংসের। প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে ১-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ভারতের এটিকে মোহনবাগানের কাছে হেরে গেছে ৪-০ গোলে।
শনিবার প্রাকৃতিক ঝড়ের সঙ্গে যেন মোহনবাগান ঝড়ও দেখল বসুন্ধরা। লিস্টন কোলাসো ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কোচ অস্কারের ডিফেন্ডিং পজিশন। তবে শেষ ম্যাচে ভাল কিছু পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন স্প্যানিশ এই কোচ। তার কথায়, ‘গত ম্যাচটা (মোহনবাগান) একটা দুঃস্বপ্নের মতো কেটেছে। গত দিনটা খুব খারাপ গেছে স্বাভাবিকভাবেই। মনে হচ্ছিল আমরা যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না। তবে এটাই ফুটবল। এখন আমাদের ফাইনাল দিনের জন্য প্রস্তুত হতে হবে। ছেলেরা প্রস্তুত একটা ভাল ম্যাচ খেলে মিশন শেষ করার জন্য। এখানে সবার সুযোগ আছে। আমরা সেই সুযোগটা কাজে লাগাতে চাই। ফুটবল নিয়ে কাজ করার খুব বেশি কিছু নেই। মানসিক প্রস্তুতিটাই আমাদের অনেক বড় এবং চ্যালেঞ্জিং।’ প্রতিপক্ষ কেরালা নিয়ে অস্কারের কথা, ‘গোকুলাম খুব সংঘবদ্ধ একটি দল।’ তিনি যোগ করেন, ‘দু'টি দল বাড়তি সুবিধা নিয়ে খেলতে নামবে। তারা আগের ম্যাচের ফলাফল জেনে খেলতে পারবে। প্রথম ম্যাচে আমরা যদি হারি, তাহলে মোহনবাগানের কোন সুযোগ থাকবে না। আবার আমরা যদি জিতি মাজিয়ার জন্য পরের ম্যাচ গুরুত্বহীন হয়ে পড়বে। যে কোন একটা দলের বাড়তি সুবিধে নিয়ে মাঠে নামার সুযোগ থাকবে। অথচ এটা হওয়ার কথা নয়। আমি জানি এই শহরে আরও ভাল মাঠ রয়েছে। কল্যানীতে অসাধারণ একটা গ্রাউন্ড আছে। অনায়াসেই দু'টি ম্যাচ একই সময়ে হতে পারতো।’
বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো বলেন, ‘গোকুলাম কাউন্টারে খুব ভাল। তবে আমরাও ভাল দল। চেষ্টা করবো আগের ম্যাচের মতো কোন ভুল না করে এই ম্যাচটা শেষ করতে।’