বাংলাদেশের হ্যাটট্রিক জয়ে নেপাল বিধ্বস্ত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৩, ০৬:৩৩ পিএম

বাংলাদেশের হ্যাটট্রিক জয়ে নেপাল বিধ্বস্ত

বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় ১৬ মার্চ (বৃহস্পতিবার) দিনের তৃতীয় ম্যাচে দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ-নেপাল মুখোমুখি হয়। রাজধানীর পল্টনে শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে বিকেল ৪টায়  অনুষ্ঠিত গ্রুপ ‘এ’র এই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে দাপুটে জয় কুড়িয়ে নেয় স্বাগতিক বাংলাদেশ। তারা নেপালকে হারায় ৪০-২৪ পয়েন্টে (৩টি লোনাসহ)। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে এগিয়েছিল ২১-৯ পয়েন্টে। বাংলাদেশের জয়ে যার অবদান সবচেয়ে বেশি ছিল, সেই রাসেল হাসান চমৎকার নৈপুণ্যে প্রদর্শন করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

নিজেদের তৃতীয় ম্যাচে এটা এই আসরের দু’বারের শিরোপাধারী বাংলাদেশের হ্যাটট্রিক জয়। আগের দুই ম্যাচে তারা যথাক্রমে পোল্যান্ডকে ৫০-২২ এবং আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারায়। পক্ষান্তরে নিজেদের তৃতীয় ম্যাচে এটা নেপালের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা ইরাকের কাছে দুভার্গ্যজনকভাবে ৪৯-৪৮ পয়েন্টে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে অবশ্য ইংল্যান্ডকে ৩৯-২৪ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল।

টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুললো বাংলাদেশ। আর তিন ম্যাচের দুটিতেই হেরে শেষ চারে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেল নেপালের জন্য।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ কাল শুক্রবার (১৭ মার্চ)। প্রতিপক্ষ ইংল্যান্ড। খেলাটি শুরু হবে দুপুর ২টায়। আর নেপালের পরবর্তী ম্যাচ একইদিনে, প্রতিপক্ষ আর্জেন্টিনা (বিকেল ৪টায়)। 

বৃহস্পতিবার নেপালের বিরুদ্ধে খেলতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষকে স্কোরবোর্ডে শুরু থেকেই কোন পয়েন্ট তুলতে দেয়নি। খুব অল্প সময়েই স্কোরবোর্ডে ৯-০ করে ফেলে তুহিন তরফদাররা। এরপরেই নেপাল তাদের প্রথম পয়েন্টটি লাভ করে। এরপর বিরতির আগ পর্যন্ত নেপাল তাদের ভাণ্ডারে আর মাত্র ৮টি পয়েন্ট যোগ করতে সমর্থ হয়। পক্ষান্তরে বাংলাদেশ ছিল দুর্বার। তারা যোগ করে আরও ১২ পয়েন্ট। প্রথমার্ধের বিরতির সময় বাংলাদেশ এগিয়ে থাকে ২১-৯ পয়েন্টে। সেই সঙ্গে প্রতিপক্ষকে একবার অলআউট করে (লোনা)।

অনেক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেন কিঞ্চিৎ হাল্কা মুডে খেলে। এই সুযোগ কাজে লাগিয়ে নেপাল পয়েন্ট বাড়াতে তৎপর হয়। এই অর্ধে তারা অর্জন করে ১৩ পয়েন্ট। তাই বলে বাংলাদেশও বসে ছিল না। তারাও অর্জন করে নেয় আরও ১৯ পয়েন্ট। এই অর্ধে বাংলাদেশ একটু কম পয়েন্ট পেলেও নেপালকে অলআউট করে প্রথমার্ধের চেয়ে একবার বেশি (দু’বার)। শেষ পর্যন্ত খেলা শেষ হলে দাপুটে জয়ের চিত্তসুখ নিয়ে ম্যাট ছাড়ে সাজুরাম গয়াতের শিষ্যরা।

Link copied!