লা লিগায় শনিবার রাতে তোমা ল্যমার ও লুইস সুয়ারেজের গোলে ভর করে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারাল বার্সেলোনাকে। ২৩ ও ৪৪ মিনিটে গোল ২টি হয়েছে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ২য় অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৯ নম্বরে বার্সেলোনা।
অবাক করা ব্যাপার হচ্ছে বার্সেলোনা গোলবারে শট নিয়েছে ৯টি। আর অ্যাটলেটিকো ৬টি সেখানে। বল পজিশনে বার্সেলোনা ৭১ শতাংশ। তাহলে সমস্যা কোথায়? আসলে বার্সেলোনায় গোল করার কেউ নেই যেন।
মেসি চলে যাওয়ার পর দলটি উঠে দাঁড়াতে পারছে না। সুয়ারেজ ও গ্রিজম্যানও নেই। আর সেই দুজনের কাছেই হারতে হলো। সুয়ারেজ গোলও করলেন। অবশ্য সেলিব্রেশন করেননি। সাবেক ক্লাবের প্রতি তার ভালোবাসা এখনও আছে।