বরুশিয়া ডর্টমুন্ডকে জিততে হতো। সেক্ষেত্রে বায়ার্ন মিউনিখ ওদিকে কোলনের বিপক্ষে জিতলেও কাজ হতো না। বরুশিয়া ২-২ গোলে ড্র করে বসে মেইঞ্জের সঙ্গে। আর বায়ার্ন চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে।
বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারায় কোলনকে। আর ৮৯ মিনিটে জয়সূচক গোলটি করেন বায়ার্নের জামাল মুসিয়ালা।
এ নিয়ে জার্মানির লিগে টানা ১১তম বারের মত জার্মান বুন্দেসলিগা জিতল বায়ার্ন। এমন রেকর্ড কে কবে দেখেছে।