বিপিএল খেলতে পারবেন না সাইফউদ্দিন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২১, ১১:৫৫ এএম

বিপিএল খেলতে পারবেন না সাইফউদ্দিন

 

আসন্ন বিপিএল খেলা হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। ইনজুরিতে ছিটকে গেছেন তিনি।  বিসিবির চিকিৎসা বিভাগ থেকে ছাড়পত্র না পাওয়ায় তাকে প্লেয়ার্স ড্রাফটে রাখেননি নির্বাচকরা। আগামী ২৭ ডিসেম্বর অষ্টম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। 

বিপিএল ড্রাফটের জন্য পাঁচ ক্যাটাগরিতে ২১০ ক্রিকেটারকে নির্বাচিত করেছেন নির্বাচকরা। তাদের নিয়েই হবে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে সাইফ উদ্দিনের নাম না থাকায় বোঝা যাচ্ছিল তার খেলা হচ্ছে না। 

নিশ্চিত হওয়ার জন্য বিসিবির চিকিৎসা বিভাগে খোঁজ নিলে জানা যায়, সাইফ উদ্দিনের পিঠের ইনজুরি থেকে পুরোপুরি খেলার জন্য ফিট হতে তিন মাস সময় লাগবে। বিশ্বকাপে চোট পাওয়ার পর তার দুই মাস সময় গেছে। জানুয়ারির শেষ সপ্তাহে তার ফেরার সম্ভাব্য সময় ধরা হয়েছে। তবে এটাও নিশ্চিত হতে আগামী রোববার তাকে আবার অ্যাসেস করবে চিকিৎসা বিভাগ। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’  

তবে অলরাউন্ডার হিসেবে নয় শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সাইফ উদ্দিন খেলতে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগটিও রাখেননি নির্বাচকরা। নিজেদের অবস্থান পরিস্কার করলেন নির্বাচক হাবিবুল বাশার,‘আমরা মেডিকেল বিভাগ থেকে তথ্য পাওয়ার পরই দল নির্বাচন করি। মেডিকেল বিভাগ জানিয়েছে বিপিএল খেলার মতো অবস্থায় নেই সাইফউদ্দিন। যার কারণে ড্রাফটে তার নাম আমরা রাখেনি।’

সতীর্থরা যখন বিপিএলে দাপিয়ে বেড়াবে তখন তাকে টিভির পর্দায় চোখ রাখতে হবে। এজন্য মন খারাপ করলেও সম্পূর্ণ ফিট হয়েই মাঠে ফিরতে চান তিনি, ‘আমার পিঠের অবস্থা আগের চেয়ে ভালো। আমার বোলিং করতে সময় লাগতো, কিন্তু ব্যাটিং করার মতো অবস্থায় আমি ছিলাম। খেলতে চেয়েছিলাম। মেডিকেল বিভাগ এবং নির্বাচকরা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। সম্পূর্ণ ফিট হয়েই মাঠে ফিরতে চাই।’

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আর খেলার সুযোগ হয়নি তার। পিঠের চোটে ছিটকে যান বিশ্বকাপ থেকে। এরপর পাকিস্তান সিরিজও মিস করেন তিনি।

Link copied!