বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলে নামছেন উইলিয়ামসন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২১, ০২:৫৯ এএম

বিশ্বকাপের দুঃস্বপ্ন  ভুলে নামছেন উইলিয়ামসন

 

নিউজিল্যান্ড সর্বশেষ লর্ডসে খেলেছে ২০১৯ সালে। আর সেটা ছিল বিশ্বকাপ ফাইনাল। সুপার ওভারে নিস্পতি হওয়া সে বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়। আজ ২ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, ইংল্যান্ডের নিজেদের মাঠে ভয়ঙ্কর দল। সেটা সামাল দেওয়াই প্রথম কাজ মনে করেন। আর বিশ্বকাপের স্মৃতি মনে করতে চান না। 

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১০ জুন বার্মিংহ্যামে। এরপর ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। 

লর্ডসে নিউজিল্যান্ডের রেকর্ড খুব বাজে। ১৯৯৯ সাল থেকে ১৭টি টেস্টের মধ্যে মাত্র ১টিতে জিতেছে তারা। সংবাদ সম্মেলনে ২০১৯ বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ এসেছে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন,‘ ক্রিকেটে ইতিহাসে অবিশ্বাস্য ম্যাচ ছিল। আমরা অবশ্য টেস্ট দল হিসেবে এখন খেলতে এসেছি। আমরা ওসব নিয়ে এখন ভাবছি না। 

 লর্ডসে আজ দর্শক উপস্থিত থাকবেন। এজন্য আরো বেশি রোমাঞ্চিত কেন উইলিয়াসন। আশা করছেন ভাল ক্রিকেট হবে। 

 

Link copied!