বিশ্বকাপে আমাদের ভাল করতে হবে : নাসুম

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১, ২০২১, ০৪:০৬ পিএম

বিশ্বকাপে আমাদের ভাল করতে হবে : নাসুম

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের রয়েছেন। ছুটি কাটিয়ে এসেছেন। এখন বিশ্বকাপ খেলতে ৩ অক্টোবর ওমান যাবেন। সেখানে প্রস্তুতি হবে বিশ্বকাপের। ৩টি বাছাই পর্বের ম্যাচ রয়েছে। আর প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান ।  এর আগে আজ মিরপুরে কথা বলেছেন তিনি। দ্য রিপোর্টের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

প্রিপারেশন কেমন

প্রিপারেশন কেমন বলতে... এতদিন ছুটিতে ছিলাম, ছুটিতে কাজ করছি। নিজের নিজের যা দরকার করছি।

 

বিশ্বকাপে স্পিনারদের চ্যালেঞ্জ

আসলে এখানে চ্যালেঞ্জ বলতে কিছু নাই, ভালো করতে হবে যেকোনো উইকেটে।

 

সাকিব-ফিজের থেকে আমিরাত সম্পর্কে আইডিয়া

অবশ্যই ওরা ওইখানে অনেকদিন যাবত আছে। ওখানের উইকেট সম্পর্কে ওদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য কোনো একটা আইডিয়া পাবো আমরা।

 

স্পিনারদের ভালো করার আশা

ভালো করার আশা বলতে... ভালো তো করতে হবে। ইনশাআল্লাহ্‌ আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ্‌

 

শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন

শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে... গতকাল অবদি আমরা কাজে ছিলাম। আজকে মনে হয় আমরা ব্রেকে আসছি।

 

ওমানে মানিয়ে নেয়া

মানিতে তো নিতে হবে। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো উপায়ে মানিয়ে নিতে হবে। খেলাও জিততে হবে, ঐরকমভাবে নিজেকে শোও করতে হবে।

Link copied!