বিসিবির দায়িত্বে রদবদল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২১, ১১:৫১ পিএম

বিসিবির দায়িত্বে রদবদল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের প্রায় তিন মাসের মাথায় স্ট্যান্ডিং কমিটির পদ নির্ধারিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় পদগুলো বণ্টন করা হয়।

এতে বহুল আলোচিত ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে এসেছেন জালাল ইউনুস। আকরাম খানের জায়গায় আসা জালাল আগের কমিটিতে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। এবারের কমিটিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে এসেছেন তানভীর আহমেদ টিটু। আর আকরাম পেয়েছেন ফ্যাসিলিটিজের দায়িত্ব।

বিসিবি কার্যালয়ে বিকেল পৌনে ৪টার দিকে শুরু হয় এই বৈঠক। দুপুর থেকে একে একে বোর্ডের পরিচালকরা আসতে থাকেন বিসবিতে। সর্বশেষে সাড়ে তিনটার দিকে আসেন সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে, নির্বাচনের প্রথম বোর্ড সভায় বিসিবি সভাপতি নির্বাচিত করেছিলেন পরিচালকরা। এতদিন আগের কমিটিতে যারা ছিলেন তারাই দায়িত্ব পালন করছিলেন।

Link copied!