ব্যাটিং বিপর্যয়ে প্রথম দিনেই অলআউট বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২২, ০৫:১২ পিএম

ব্যাটিং বিপর্যয়ে প্রথম দিনেই অলআউট বাংলাদেশ

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।

দলীয় ৩৯ রানে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান ফিরে গেলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে এক প্রান্তে দাঁড়িয়ে ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে অনড় ছিলেন মুমিনুল হক।

তবে শেষ বিকেলে অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৮৪ রানে ফিরে যান সাবেক এই টেস্ট অধিনায়ক। ফলে ক্যারিয়ারে আরেকটি সেঞ্চুরি মিসের আক্ষেপ থেকে গেল কক্সবাজারের এই ক্রিকেটারের। মুমিনুল ছাড়া এদিন বলার মতো বড় রান করতে পারেননি আর কেউই।

দলীয় ২২৭ রানে ১৫৭ বলে ৮৪ রান করে আউট হন দলে ফেরা মমিনুল হক। তার বিদায়ের পর ক্রিজে এসেই আউট হন খালেদ আহমেদ। শেষ পর্যন্ত ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। উম্মেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন নেন ৪টি করে উইকেট।

Link copied!