ভারতকে পাত্তা দিল না শ্রীলংকা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২১, ১২:০৯ এএম

ভারতকে পাত্তা দিল না শ্রীলংকা

কলম্বোয় তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে পাত্তাই দিল না শ্রীলংকা। যদিও এটা ভারতের দ্বিতীয় সারির দল। তবুও তাই বলে টি-টোয়েন্টি ম্যাচের পুরোটা ব্যাট করে ৮ উইকেটে ৮১ রান! একেবারে বিশ্বাস না হওয়ার মত ঘটনা। ৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলংকা কোনো হ্যাপা পোহায়নি। ১৪.৩ ওভারে জয় নিশ্চিত করে তারা ৩ উইকেটে (৮২/৩)। ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে শ্রীলংকা (৭ উইকেটে জয়)। 

পুরো ২০ ওভার ব্যাটিং করে আইসিসির পূর্ণ সদস্যপদ রয়েছে এমনদের মধ্যে ভারত দ্বিতীয়। ওয়েস্ট ইন্ডিজ ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে ৭৯ রান তুলেছিল। আবার বাংলাদেশ ২০১১ সালে পাকিস্তানের সঙ্গে ৯ উইকেটে করে ৮৫ রান। 

ভারত টসে জিতে ব্যাটিং নিয়েছিল। ভারতের মূল কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে পারেনি। কুলদীপ যাদব হার না মানা ২৩ রান করেন। শ্রীলংকার হাসারাঙ্গা ৯ রানে ৪ উইকেট নেন। আবার শানাকার ২ উইকেট ২০ রানে। জবাবে শ্রীলংকাকে একটু চাপে ফেলে দীপক চাহার । লঙ্কানদের ৩ উইকেট তারই। তাও ১৫ রানে। ধনঞ্জয় সিলভা ২৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 

 

 

Link copied!