ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশের মেয়েরা। আনাই মোগিনি জয়সূচক গোলটি করেছেন দ্বিতীয়ার্ধে। আর তার গোলেই এলো শিরোপা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে এই আসরে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আরো একবার ভারতের বিপক্ষে জয়। আর এবারও একই ব্যবধানে।
প্রথমার্ধে ছিল গোলশূন্য। বাংলাদেশের আক্রমণগুলো সফল হচ্ছিল না। একবার গোললাইনে বল গেলেও সেটা পার হয়নি। ভারতের গোলরক্ষক পরাস্ত হয়েছিলেন। আরেবার বল এক নম্বর বারে লেগে ফিরে যায়। ভারত আক্রমণই করতে পারছিল না। বাংলাদেশ আক্রমণে কিছুটা এলোমেলো ছিল প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের মেয়েরা চেপে ধরেন। ভারতের রক্ষণভাগ দারুণ খেলছিল। বাংলাদেশের প্রতিটি আক্রমণ তারা রুখে দিচ্ছিল। তবে শেষমেশ তারা পারেনি। ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন মোগিনি। আর পুরো গ্যালারি তখন উচ্ছ্বাসে ফেটে পরে। বক্সে জটলার মধ্য থেকে গোল করেন তিনি। এরপর আর ভারত গোল শোধ করতে পারেনি। বাংলাদেশ আবারো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
২০১৮ সালে ভুটানে সর্বশেষ অনূর্ধ্ব-১৮ নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টই এবার মেয়েদের বয়স এক বছর বাড়িয়ে আয়োজন করেছে সাফ। এবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।