ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৬, ২০২১, ১১:৫৭ এএম

ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়

রবি শাস্ত্রীর পর টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বভার কে নেবেন তা নিয়ে জল্পনা চলছিল। হেড কোচের তালিকায় উঠে আসে ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় দ্য ওয়ালের নাম। রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পছন্দ বিসিসিআইয়েরও। সূত্রের খবর, গতকাল রাতে বিষয়টি নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের সঙ্গে বৈঠক হয়েছে রাহুলের। শোনা যাচ্ছে, জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি।

টি-২০ বিশ্বকাপের পরই নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতে পারেন। প্রথম দিকে না কী দলের হেড কোচ হতে নিমরাজি ছিলেন দ্রাবিড়। তিনি জানিয়েছিলেন, দেশের ভবিষ্যৎ ক্রিকেটার গড়ার কাজেই মনোনিবেশ করতে চান। ফলে বিকল্প হিসেবে উঠে এসেছিল অনিল কুম্বলে এবং শ্রীলঙ্কার প্রাক্তন খেলোয়াড় মাহেলা জয়বর্ধনের নাম। কিন্তু শুক্রবার আইপিএলের ফাইনালের রাতেই রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সৌরভ-জয় শাহরা। তাঁকে বারবার বোঝানো হয়। শেষে তাঁদের দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যান কিংবদন্তি এই খেলোয়াড়।

এর ফলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদ থেকে ইস্তফা দিতে হবে তাঁকে। জানা গিয়েছে, বিসিসিআইয়ের সঙ্গে দ্রাবিড়ের দু’বছরের চুক্তি হয়েছে। পারিশ্রমিক হিসেবে ১০ কোটি টাকা করে পাবেন তিনি। তবে পুরোনোদের মধ্যে ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন বিক্রম রাঠোর। দ্রাবিড়ের পাশাপাশি প্রাক্তন বোলার পরেশ মামরেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হবে বলে শোনা যাচ্ছে।

Link copied!