ভিনিসিয়াসের গোলে হার এড়াল রিয়াল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২১, ০৪:২০ এএম

ভিনিসিয়াসের গোলে হার এড়াল রিয়াল

রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারের ১০০তম ম্যাচটিকে জয়ে রাঙাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। তবে বদলি হিসেবে খেলতে নেমে কোচ জিনেদিন জিদানকে হারের হাত থেকে বাঁচিয়েছেন । গত রাতে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। হার যখন সময়ের ব্যাপার মাত্র। ঠিক তখনই (৮৯ মিনিট) ত্রাতার ভূমিকায় ভিনিসিয়াস দলের হয়ে সমতাসূচক গোলটি করেন। দারুণ হেড থেকে ৫৫ মিনিটে সোসিয়েদাদকে এগিয়ে দিয়েছিলেন পর্তুগুয়েজ মানজানেরা। অবশ্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুদলকেই। 

রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে তৃতীয়স্থানে রয়েছে। একম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা সমান ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে। এক মৌসুমে ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২০-২০২১ মৌসুমে অ্যাটলেটিকোকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। 

ক্যারিয়ারের ১০০তম ম্যাচে এটি ছিল ভিনিসিয়াসের ১২তম গোল। গোলে অ্যাসিস্ট করেছেন ১৮টিতে। প্রথম একাদশে ছিলেন না এই ম্যাচে। বদলি হিসেবে নেমে বাঁচালেন দলকে। যদিও ড্র করে ২ পয়েন্ট হারিয়ে হতাশ লস ব্ল্যাঙ্কোসরা। শিরোপা ধরে রাখা কঠিন হয়ে গেল জিদানদের। 

প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ অসাধারণ ফুটবল খেলেছে। মারিয়ানো ও ভারানের প্রচেষ্টা নষ্ট হয়ে যায় বল বারে লেগে ফিরে গেলে। ৫৫ মিনিটে মনরিয়ালের চমৎকার ক্রস হেড করে জালে পাঠিয়ে দেন সোসিয়েদাদের মানজানেরো। খেলা শেষের ১ মিনিট আগে ভিনিসিয়াস ঝলক না দেখালে হার নিয়ে মাঠ ছাড়তে হতো রিয়াল মাদ্রিদকে। 

Link copied!