টুর্নামেন্ট চলাকালে ভারতের কবাডি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ নাঙ্গলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় খেলার মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে অজ্ঞাত সন্ত্রাসীরা। পাঞ্জাবের জলন্ধর শহরে এই ঘটনা ঘটে।
সন্দীপ নাঙ্গল জলন্ধরেরই আম্বিয়ান গ্রামের বাসিন্দা ছিলেন।
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। জলন্ধরের শাহকোট এলাকার মল্লিয়াঁ কালাঁ গ্রামে একটি কাবাডি টুর্নামেন্ট চলছিল। মাঝে কিছুক্ষণের জন্য সঙ্গীদের ছেড়ে একটু পাশে গিয়েছিলেন সন্দীপ নাঙ্গল। সেই সময়ই আচমকা বেশ কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে। খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারী দলে অন্তত ১২ জন সন্ত্রাসী ছিল। সন্দীপ নাঙ্গলের মাথা ও বুক লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সন্দীপ। তাকে সাথে সাথে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সূত্র: জিনিউজ