প্রথম ইনিংসে ৩২৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। আর আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন লাঞ্চের আগে নিউজিল্যান্ডকে অলআউট করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এই সকালে ৩টি উইকেট নিয়ে স্বাগতিকদের বেশি দুর যেতে দেননি।
গতকাল টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৫৮ রান। উইকেটে নিকোলস ২২ রানে অপরাজিত ছিলেন। তিনি আজ ৭৫ রানে ফিরেছেন। অবশ্য তাকে আউট করেছেন পার্ট স্পিনার ও বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। কাল তিনি নিউজিল্যান্ডের হয়ে ১২২ করা কনওয়েকে আউট করেছেন। ২টি উইকেট তার।
মিরাজ ও শরিফুল ৩টি করে উইকেট পেয়েছেন। আর নিউজিল্যান্ডের লোয়ার মিডলঅর্ডার সুবিধা করতে পারেনি। আর লোয়ার অর্ডার নয়ই। ফলে বেশি দূর যেতে পারেনি তারা।
এই রিপোর্ট লেখার সময় চা বিরতির পর খেলা শুরু হয়েছে। প্রথম ইনিংসে খেলতে নেমে গেছে বাংলাদেশ। সাদমান ও মাহমুদুল হাসান জয় ওপেনিংয়ে আসেন ব্যাট করতে। সাদমান ওয়াগনারের হাতে রিটার্ন ক্যাচ দেওয়ার সময় ২২ রানে ছিলেন। আর এখন ১ উইকেটে ৯২ রানে চলে গেছে। শান্ত ২৬ ও জয় ৪০ রানে খেলছিলেন। ৪১.৫ ওভারের খেলা তখন ছিল।