মুমিনুলের ফেরার প্রত্যয়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২২, ০১:৩৬ এএম

মুমিনুলের ফেরার প্রত্যয়

দক্ষিণ আফ্রিকার চেয়ে টাইগার পেসাররা ভালো করেছে। অবশ্য প্রোটিয়ারা নিজেদের সেরা পেসারদের ছাড়াই খেলতে নেমেছিলো। মুমিনুল বলেন, ‘আপনি যদি নিউজিল্যান্ডসহ  শেষ কয়েকটি টেস্ট এবং ওয়ানডে দেখেন, তবে আমাদের পেসাররা সত্যিই ভালো করেছে। কিছুটা আর্দ্রতা ছিল এবং আমরা তা ব্যবহার করার চেষ্টা করেছি।’

আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হওয়া  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে  ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় মুমিনুলের। তিনি বলেন, ‘আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করবো। আশা করি, খেলোয়াড়দের জন্য ভালো একটি সুযোগ হবে।’

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ২২০ রানের ব্যবধানে হারের জন্য ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তার মতে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের লুজ  শটের সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারতে হয়েছে।

ম্যাচের চতুর্থ ইনিংসে বাংলাদেশের বড় ক্ষতি করেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ৩২ রানে ৭ উইকেট নেন তিনি। আরেক স্পিনার সিমোন হার্মার ২১ রানে নেন ৩ উইকেট।

মুমিনুল বলেন, ‘আমরা বলের গুন বুঝে খেলার চেষ্টা করেছি। আমরা শেষ সেশন পর্যন্ত ফলাফলের জন্য তাকিয়ে থাকিনি।’ তিনি আরও বলেন, ‘কিন্তু পরশু আমরা শেষ বিকেলে তিনটি উইকেট হারিয়েছি, যা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আপনি জানেন, আমরা নিজ দেশে স্পিন খেলতে অভ্যস্ত এবং ডারবানে তৃতীয় ও চতুর্থ দিনে ভালো স্পিন হবে। আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি, অনেক লুজ শট খেলেছি। আমরা ভালো জুটি গড়তে পরিনি,যা আমরা প্রথম ইনিংসে পেরেছি।’

Link copied!