মেসির প্রথম ও ‘অয়েল ক্লাসিকো’ জিতল পিএসজি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ০২:৩৯ এএম

মেসির প্রথম ও ‘অয়েল ক্লাসিকো’ জিতল পিএসজি

মেসি জাদু দেখালেন। প্যারিসের পার্ক দেস প্রিন্সেস আলোকিত হলো। আর পিএসজি জয় নিয়ে মাঠে ছেড়েছে। একটি পত্রিকায় আজ এই পিএসজি ও সিটির ম্যাচটিকে ‘অয়েল ক্লাসিকো’ আখ্যা দেন। ম্যানসিটির মালিক আরব আমিরাতের ও পিএসজির কাতারের। দুজনেরই তেলের ব্যবসা রয়েছে। সেজন্যই এমন শিরোনাম হয়তো! তবে  পিএসজির গোলরক্ষক ডোনারুমার বীরত্ব (২টি দারুণ সেভ) ও মেসি পুরো আলোটা কেড়ে নিলেন। অবিশ্বাস্য মেসিতে ছন্দে ফিরেছে এমবাপ্পে-নেইমারও।  

অবশেষে লিওনেল মেসি গোলমুখে সফল হলেন। বার্সেলোনা ছাড়ার পর মলিন ছিল তার মুখ। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচ ছিল। পিএসজির হয়ে ৩টি ম্যাচ মেসি খেলেছেন। কিন্তু গোলের দেখা পাননি। মাঝে দুটি ম্যাচ তিনি চোটে ছিলেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচটিই ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আর ৭৪ মিনিটে একক নৈপুণ্যে বল নিয়ে যান বক্সের কাছে। সেখানে এমবাপ্পের সঙ্গে ওয়ান টু ওয়ান করে আবার বল সংগ্রহ করে বিখ্যাত বাঁ পায়ে শট নেন গোলমুখে। অবিশ্বাস্য গোলের পর চেনা সেলিব্রেশন লিও মেসির। সেই পেপ গার্দিওলার সিটির বিপক্ষেই গোল করলেন যে ক্লাবে মেসিরও আসার কথা ছিল। এর আগে ম্যাচের ৮ মিনিটে গুয়ের গোলে ১-০ তে লিড নিয়েছিল পিএসজি। পরে ২-০ গোলে তারা ম্যানচেস্টার সিটিকে হারায়। 

চলতি মৌসুমে পিএসজি প্রথম ম্যাচে ক্লাব ব্রাগার সঙ্গে ড্র দিয়ে যাত্রা করেছিল। পরের ম্যাচে এসে জিতেছে তারা। এখন নেইমার-এমবাপ্পে-মেসির এই ত্রিনয়নের জ্বলে ওঠার পালা। 

এদিকে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে শেরিফের কাছে হেরে গেছে। মলদোভার ক্লাব। তাদের গতির কাছে হেরেছে রিয়াল। ম্যাচের ২৫ মিনিটে ইয়াকসিবোয়েভ গোল করেছিলেন। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোলটি শোধ করে দেন বেনজেমা পেনাল্টি থেকে। কিন্তু ৮৯ মিনিটে থিল জয়সূচক গোলটি করেছেন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব এই প্রথম চ্যাম্পিয়নস লিগে খেলছে। আরা তারা হারিয়ে দিয়েছে ১৩ বারের চ্যাম্পিয়নদের। 

লিভারপুল ৫-১ গোলে পোর্তোকে হারিয়েছে। সালাহ ও ফিরমিনো জোড়া গোল করেছেন। অপর গোলটি মানের। অ্যাটলেটিকো  ২-১ গোলে হারিয়েছে লাল কার্ডের জন্য দশজনের দলে পরিণত হওয়া এসি মিলানকে। যোগ করা সময়ে (৯০+৭) জয়সূচক গোলটি করেন সুয়ারেজ পেনাল্টি থেকে। দলের অপর গোলটি গ্রিজম্যানের। শাখতার ও ইন্টারমিলানের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। 

 

 

Link copied!