রিয়াল মাদ্রিদের বজ্রকঠিন রক্ষণভাগ ভেঙে জয় তুলে আনল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিওনেল মেসি পেনাল্টি শট রুখে দেন রিয়াল মাদ্রিদের থিবাউট কুর্তোয়া। তবে অতিরিক্ত সময়ে গোল করেন এমবাপ্পে (৯০+৩ মিনিট)। ১-০ গোলের জয় শেষ ষোলোর প্রথম লেগে। এখন পরের লেগ রয়েছে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
এদিকে চ্যাম্পিয়নস লিগের অপর শেষ ষোলোর অপর ম্যাচে ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে স্পোর্টিং লিসবনকে হারিয়েছে। বার্নাডো সিলভা জোড়া গোল করেছেন। এছাড়া মাহারেজ, ফোডেন ও স্টারলিংয়ের ১টি করে গোল। কোয়ার্টার ফাইনালে এক পা দিল ম্যানসিটি।
প্যারিসে অগ্নিপরীক্ষা ছিল রিয়াল মাদ্রিদের। পিএসজির নেইমার প্রথম একাদশে ছিলেন না। তিনি নেমেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে পিএসজির কঠিন আক্রমণ রুখে দেয় রিয়াল মাদ্রিদ। গোলশূন্য ছিল প্রথমার্ধের খেলা শেষে। ম্যাচের ৫০ মিনিটে এমবাপ্পের শট রুখে দেন রিয়ালের গোলকিপার কুর্তোয়া। ২ মিনিট পর পিএসজির সাজানো আক্রমণে দিশেহারা রিয়াল বেঁচে যায় আবারো। ৬২ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। এমবাপ্পেকে বক্সে ট্যাকল করতে গিয়ে ফেলে দেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। মেসি শট নিতে আসেন। তার বাঁদিকের শট রুখে দেন কুর্তোয়া। তবে এই আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিয়াল।
এমবাপ্পে ও নেইমারের আক্রমণে পাগলপ্রায় ছিল রিয়াল। অতিরিক্ত সময়ে বল নিয়ে একক প্রচেষ্টায় ডিফেন্ডারদের কাটিয়ে গোল করেন এমবাপ্পে। আর অবিশ্বাস্য গোলে মুখ রক্ষা হয় পিএসজির।
আগামী ৯ মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজি ও রিয়াল মাদ্রিদ আবার মুখোমুখি হবে। রিয়ালের ঘরের মাঠে ম্যাচ। পিএসজিকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে সে ম্যাচে অটল থাকতে হবে। আর রিয়ালকে এই গোল ব্যবধান টপকে যেতে হবে।