মেসির সামনে সুয়ারেজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৮, ২০২১, ০৫:০৪ এএম

মেসির সামনে সুয়ারেজ

 

কোপা আমেরিকায় শনিবার ভোরে পরস্পরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লুইস সুয়ারেজের উরুগুয়ে। নভেম্বরের পর থেকে দুই দলের কোনটিই এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘এ’ গ্রুপের ম্যাচের জন্য এখনো পর্যন্ত একাদশও চুড়ান্ত। তবে এই ম্যাচের বিজয়ী দল আসন পেয়ে যাবে গ্রুপের শীর্ষে। এতে করে নক আউট পর্বের সুচনালগ্নে ‘বি’ গ্রুপ ভুক্ত বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে পাশ কাটানো সম্ভব হবে তাদের।

গত সোমবার চিলির বিপক্ষে নিজেদের সুচনা ম্যাচে ১-১ গোলে ড্র করায় দারুন সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এর কয়েকদিন আগে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষেও ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা।

এই মুহুর্তে সমান্তরাল ভাবে এগিয়ে চলেছে ইউরো ও কোপা আমেরিকা। ইউরোপে যেমন বিশ্বকাপ ফুটবল তারাকাদের মধ্যে পুনর্মিলণ ঘটছে। তেমনি কোপা আমেরিকায়ও সম্মিলন ঘটছে লাটিন আমেরিকা অঞ্চলের বিশ কাপানো ফুটবল তারকাদের মধ্যে। এই ধারায় শনিবার পুর্নমিলন ঘটতে যাচ্ছে দুই দেশের দুই দিকপাল লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির মধ্যে। ক্লাব ফুটবলে একসময় সতীর্থ এই দুই তারকা এখন লড়বে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। এর বাইরেও দুই জনের মধ্যে রয়েছে দারুন বন্ধুত্ব। এই দুজন বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন দীর্ঘদিন। সুয়ারেজ এখন অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন। আর অ্যাটলেটিকো গত মৌসুমে লা লিগা জিতেছে। মেসিরা পারেননি। 

Link copied!