মেসি কোথায় যাচ্ছেন?

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২১, ০৪:৫৫ এএম

মেসি কোথায় যাচ্ছেন?

বার্সেলোনা রাখতে পারলো না লিওনেল মেসিকে। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ হলো। ২০০০ সালে ১৩ বছর বয়সে এই ক্লাবে এসেছিলেন মেসি। ক্লাব লেভেলে সব জিতেছেন। অবশেষে বেতন জটিলতা ও স্প্যানিশ লা লিগার নানা নিয়ম-কানুনের বাধায় বাধ্য হয়ে ক্লাব ছাড়তে হলো মেসিকে। মেসি নতুন চুক্তি করতে রাজিও ছিলেন। কিন্তু পারলেন না। এখন মেসি কোথায় যাচ্ছেন সেটা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। 

সম্প্রতি নেইমার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। সেখানে পারাদেস, ভেরাত্তিও ও ডি মারিয়াও ছিলেন। এতে অনেকে ধারণা করা শুরু করেছেন মেসি প্যারিস সেইন্ট জার্মেইয়ে আসতে পারেন। এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সর্বশেষ ৩০ জুন শেষ হওয়া চুক্তিতে মেসি বিশ্বের সবচেয়ে বেশি বেতনভূক্ত ফুটবলার ছিলেন। এই করোনা মহামারীতে মেসিকে নেওয়ার মত ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। তাদের সে সামর্থ্য আছে। আর চ্যাম্পিয়নস না জিততে পেরে যে হতাশা তাদের। সে সম্ভাবনাও উজ্জ্বল হয়। আর প্যারিস সেইন্ট জার্মেই সরাসরি যোগাযোগও করবে এখন মেসির সঙ্গে। 

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। একসময় বার্সেলোনায় তার অধীনে মেসি খেলেছেন। সিটি বরাবরই চেষ্টা করেছে। এবারও করবে স্বাভাবিক। ফলে সিটি বা পিএসজিতে যাওয়ার সুযোগ তার বেশি। তবে অনেক ভক্তের চাওয়া মেসি ইতালির জুভেন্টাসে আসুক। যেখানে রোনালদো খেলেন। এটা অতিরিক্ত কল্পনা। জুভেন্টাসের এতে টাকা নেই। তারপরেও এ ধরণের আরো অনেক কথাই এখন হবে। 

Link copied!