অ্যাঞ্জেলো ম্যাথুস একেবারে কাছে এসে ডোবালেন নিজেকে। ডাবল সেঞ্চুরি হলো না তার। ১৯৯ রানে আউট হন তিনি। আর শ্রীলংকা চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অলআউট ৩৯৭ রানে।
অফ স্পিনার নাইম হাসান ১০৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ম্যাথুস শ্রীলংকাকে টেনেছেন অনেক দূর। নাইম তাকে ডাবল সেঞ্চুরি করতে দিলেন না। সাকিবের হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি ১৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
আজ টেস্টের দ্বিতীয় দিন। বাংলাদেশ দিনের শেষভাগে ব্যাট করবে। পিচ এখনো ব্যাটিং সহায়ক। জবাব কেমন দেয় ব্যাটাররা সেটাই দেখার এখন।