ম্যানচেস্টার ও মিলানে চ্যাম্পিয়নদের উৎসব

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৩, ২০২২, ০৪:২৫ পিএম

ম্যানচেস্টার ও মিলানে চ্যাম্পিয়নদের উৎসব

উৎসবের নগরী এখন ম্যানচেস্টার ও মিলান। ম্যানচেস্টারের আরেক গর্ব সিটি ৫ বছরে চতুর্থবার অন্যদিকে ১১ বছরে প্রথম এসি মিলান জিতেছে লিগ শিরোপা। 

ইতালির লিগ সিরিএ তেও ইন্টারমিলান ও এসি মিলান গ্ল্যাডিটরিয়াল কনটেস্টে নেমে পড়ে। অবশ্য শ্বাসরুদ্ধকর ৯০ মিনিট উপহার দিয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।

ম্যানসিটি ২ গোল হজম করে অ্যাস্টন ভিলার কাছে। অন্যদিকে লিভারপুল অ্যানফিল্ডে ম্যাচের তিন মিনিটে গোল হজম করে 

উলভারহ্যাম্পটন মাথা খারাপ করে দেয় ইয়ুর্গেন কপের। মানে, সালাহ ও রবার্টসন জয় এনে দিয়েছে বটে! 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

অন্যদিকে, ২ গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি ৭৬ থেকে ৮১ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে বসে।গুনডোগান জোড়া গোল করেন। অপরটি রড্রির কাছ থেকে এসেছে। এটি ছিল সিটির অষ্টম প্রিমিয়ার লিগ শিরোপা জয়। যার ৪টিই এসেছে গার্দিওলার হাত ধরে।

সিটি, লিভারপুল, চেলসি ও টটেনহ্যাম সেরা চারে থেকে মৌসুম শেষ করেছে। তারা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে। 

ইউরোপা লিগে নেমে গেছে আর্সেনাল ও ২০ বারের লিগ শিরোপা জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে মৌসুমের শেষ ম্যাচেও হেরেছে তারা। লিভারপুলের অবশ্য ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। 

Link copied!