মার্চ ৩০, ২০২২, ০২:০৫ এএম
মালদ্বীপ সরকার কর্তৃক "মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২" পুরস্কারে ভূষিত হওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন সংবর্ধনা দিয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে ক্রীড়া প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ও সুপরিকল্পিত দিকনির্দেশনার কারণেই ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্য অর্জিত হচ্ছে। মালদ্বীপ সরকারের পক্ষ থেকে আমাদের যে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়েছে এটিও সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে।”
জাহিদ আহসান রাসেল আরও বলেন, “স্পোর্টস এর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে যা চেয়েছি উনি আমাদের সেটাই দিয়ে থাকেন। করোনাকালেও তিনি বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ৩০ কোটি টাকা সীডমানি দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ।”
প্রতিমন্ত্রী বলেন, “জাতির পিতার জন্মদিনে আন্তর্জাতিক এ স্বীকৃতি প্রাপ্তি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন প্রধানমন্ত্রীর অর্জন। বাংলাদেশের ১৬ কোটি মানুষের অর্জন। আমি এ পুরস্কার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছি। এ পুরস্কার প্রাপ্তি আমাকে আরো ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।”
জাতীয় ক্রীড়া পরিষদের ভারপ্রাপ্ত সচিব শেখ হামিম হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনর রশীদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয়।