রাজশাহীতে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২২, ১২:৩১ এএম

রাজশাহীতে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

আমানা গ্রুপ বঙ্গবন্ধু রাজশাহী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে একজন আইকন ক্রিকেটার সহ তিনজন এ প্লাস ক্যাটাগরি, ৫ জন এ ক্যাটাগরি এবং ৬ জন বি ক্যাটাগরির ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো।

ড্রাফট শেষে দলগুলো যেভাবে হলো

১. শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ

আইকন: ফরহাদ হোসেন। এ প্লাস ক্যাটাগরি: আব্দুল গাফ্ফার রনি(১৭), এস এম মেহরব হোসেন অহিন(৮) এবং হুসনা হাবিব মেহেদি(১৮)। এ ক্যাটাগরি: ইজাজ আহমেদ রকি(২০), কামরান হাফিজ ডিকি(২১), সাকিবুল সবুজ(৪২), নাহিদ রানা(৪১) এবং আশিক মোস্তফা সকাল(৪৫)। বি ক্যাটাগরি: মাইনুল ইসলাম(৬৫), জুবায়ের আহমেদ(৬০), সিফাত উদ্দীন(৫১), বাঁধন(১০৩), আসাদ মন্ডল(১৩৮), জাহিদুল ইসলাম জয়(৮৬)।

২. সেন্টিনেলস এসবিআই

আইকন: শফিউল ইসলাম।এ প্লাস ক্যাটাগরি: দেলোয়ার হোসেন(১২), শাকির হোসাইন শুভ্র(৯), নিহাদ-উজ্জামান(১৬)।এ ক্যাটাগরি: সাজিদ হোসেন(২৪), মোখলেসুর তুহিন(৩৮), রহিম আহমেদ(৩১), আব্দুর রহিম(৪৭), রাব্বি হোসেন(২৭)। বি ক্যাটাগরি: সামিউর রহমান হিরো(৯৬), মইনুদ্দীন শেখ মঈন(৮০), শাহরিয়ার সাকিব(৮১), জুনায়েদ অমি(৯৯), ফাইম আহমেদ(৯৭), ওয়াহিদুজ্জামান ইমন(৪৯)

৩. মুক্তি সংঘ

আইকন: মুক্তার আলী। এ প্লাস ক্যাটাগরি: সৌরভ চৌধুরি(৪) ইশারুল ইসলাম কানন(৩), হাবিবুর রহমান জনি(৭)। এ ক্যাটাগরি: শাওন ইসলাম(৩২), শাহাদত হোসেন(২২), ইদ্রিস আলী(৩৭), আমিরুজ্জামান বাচ্চু(৪৮), সুজন আলী(৪৪)।বি ক্যাটাগরি: ইত্রাত জুবেরি(৫৪), রাকিবুল চঞ্চল(৮৪), সাগর ইসলাম আপন(৫০), আবির হোসেন(১০৯), মেহেদি হাসান অভি(১০২), নাইম(-)

৪. রাইমা রেঞ্জার্স

আইকন: মিজানুর রহমান। এ প্লাস ক্যাটাগরি: হৃদয় ইসলাম(৫), মোহর শেখ অন্তর(১১), নাইম ইসলাম জুনিয়র(১৫)এ ক্যাটাগরি: হাবিবুর সোহান(২৬), রমজান হোসেন(১৯), রিমন আহমেদ(৪৩), নাহিদ হাসান(৩৯), মোস্তাফিজুর তমাল(৩০)। বি ক্যাটাগরি: আশিক আলী(৫৯), মাইশুকুর রহমান রিয়েল(-), মোঃ ওয়ালিদ(১৩০), মোঃ রায়হান(৯২), শিহাব আহমেদ(১০৬), সেলিম সাদমান অর্নব(১১৭)

৫. ন্যাশনটেক ক্রিকেটার্স

আইকন সানজামুল ইসলাম। এ প্লাস ক্যাটাগরি: অভিষেক মিত্র(২), তৌহিদ তারেক(৬), সুজন হাওলাদার(১৪)। এ ক্যাটাগরি: ইমরান হোসেন(৩৩), গোলাম কিবরিয়া শাকিল(৩৬), মাহফুজুল ইসলাম শুভ(৪০), রহমত আলী (২৮), মাহফিল মিরাজ(২৫)।বি ক্যাটাগরি: মেহেদি হাসান পুলক(৮৩), নাইমুল সুমন(১০০), মহিম আব্দুল্লাহ(১২১), একরাম(১৩১), শোভন দাশ সানি(১১৩), মাসমাইন সাগর(৭৪)

৬. ফাইটার রাজশাহী

আইকন: সাকলায়েন সজীব। এ প্লাস ক্যাটাগরি: সাব্বির হোসেন(১), প্রীতম কুমার(১০), আব্দুর রশিদ(১৩)। এ ক্যাটাগরি: শাহদাত হোসেন সবুজ(৩৫), বাকের হোসেন(৩৪), বিশাল চৌধুরী(২৩), ফারহান হাসান রাফি(২৯), জাকারিয়া ইসলাম রাজু(৪৬)। বি ক্যাটাগরি: আহাদ(৬৩), সুমন ইসলাম(৫২), মর্তুজা মাহিম(৮৯), দিলদার আলী(৯৫), শরীফুল ইসলাম(১২৭), আল জুবায়ের পবন(১০৭)।

প্রসঙ্গত, গত ৩ জুন রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আমানা গ্রুপ ২য় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ওইদিন বিকেল ৪টার দিকে রাজশাহী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচ খায়রুজ্জামান লিটন।

রাসিকের সার্বিক সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও বাইরের বিভিন্ন দেশের খেলোয়াড় অংশ নিচ্ছেন।

Link copied!