রোনালদোর পরীক্ষা নেবে ভিয়ারিয়াল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ১২:০৯ পিএম

রোনালদোর পরীক্ষা নেবে ভিয়ারিয়াল

 

দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে ফিরেই জাল কাঁপিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম তিনটি ম্যাচে চারটি গোল লেখা হয়েছিল তাঁর নামের পাশে। স্বাভাবিকভাবেই বাড়ে সমর্থকদের প্রত্যাশা। তবে গত ম্যাচে তা পূরণে ব্যর্থ সিআরসেভেন। উল্লেখ্য, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য হাতে ড্রেসিং-রুম ফিরতে হয়েছে কোচ শুলশারকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয় তাদের। পাশাপাশি লিগ কাপ থেকে বিদায় নেয় দল। হারতে হয় প্রিমিয়ার লিগেও। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের উপর। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে আজ ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ভিয়ারিয়াল ম্যাচকেই বেছে নিয়েছেন শুলশার। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দু’দল। ম্যারাথন টাই-ব্রেকারে জেতে স্প্যানিশ ক্লাবটি। 

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের আসরে মাঠে নেমেছিলেন রোনালদো। প্রথম ইনিংসে ভিয়ারিয়ালের বিরুদ্ধে চারবারের সাক্ষাতে একটিও গোলের দেখা পাননি তিনি। ২০০৫ ও ২০০৮ সালে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই শেষ হয় গোলশূন্যভাবে। যদিও রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিয়ারিয়ালের বিরুদ্ধে রোনালদোর পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ১৫ ম্যাচে ১৩টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। বুধবার নজিরের ম্যাচে সেই গোলের ধারা বজায় রাখাই লক্ষ্য সিআরসেভেনের। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের আসরে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে ইকার কাসিয়াসের (১৭৭) সঙ্গে একই বিন্দুতে রয়েছেন রোনালদো। বুধবার তাঁর কাছে সুযোগ থাকছে তা টপকে যাওয়ার।

দিনের অপর এক ম্যাচে জুভেন্তাসের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেলসি। খেলা হবে তুরিনে। রোনালদো দল ছাড়ার পর প্রাথমিক ধাক্কা সামলে গত কয়েক ম্যাচে দারুণ ছন্দে ফিরেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম গ্রুপ ম্যাচে মালমোকে হারানোর পাশাপাশি সিরি-এ’তে জোড়া জয়ের মুখ দেখে তুরিনের ‘ওল্ড লেডি’। যদিও চেলসির বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই ইতালিয়ান ক্লাবটি। চোটের জেরে পাওলা ডিবালা ও আলভারো মোরাতাকে পাবে না জুভেন্তাস। যা কিছুটা হলেও দলের আক্রমণভাগে প্রভাব ফেলবে। পক্ষান্তরে, গত লিগ ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে হারের মুখ দেখেছে টমাস টুচেলের দল। তবে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সেই ফলের কোনও প্রভাব পড়বে না বলেই আশাবাদী জার্মান কোচ। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে জেনিটকে হারায় চেলসি।

এদিকে বার্সেলোনার খেলা রয়েছে আজ। তাদের প্রতিপক্ষ বেনফিকা। কেমন হয় ম্যাচটি সেটাই দেখার আশা। সময়টা ভাল যাচ্ছে না দলটির।  

Link copied!