রোনালদো ও তাঁর বান্ধবীর জন্য সৌদির আইনই শিথিল করা হল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ০৫:০০ এএম

রোনালদো ও তাঁর বান্ধবীর জন্য সৌদির আইনই শিথিল করা হল

ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবলের জীবন্ত কিংবদন্তি। রোনালদো ও আলোচনা-সমালোচনা যেনো একে অপরের পরিপূরক। কাতার বিশ্বকাপের পর ফুটবল খেলার জন্য সৌদি আরবে যাওয়ার পরই এই আলোচনা-সমালোচনাটা আরও বেড়ে গেছে।  কারণ রোনালদো এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ সৌদি আরবের একটি আইন ভেঙেছেন। আইন ভাঙার কারণ হলো-দু'জন এক ছাদের নিচে থাকলেও এখনও তারা বিয়ে করেননি। ইউরোপীয় সংস্কৃতিতে এটা স্বাভাবিক হলেও ইসলামী শরিয়া আইনে পরিচালিত সৌদি আরবে বিয়ে ছাড়া নারী-পুরুষ এক ঘরে থাকা নিষিদ্ধ।

আলোচনার সমাপ্তি এখানে টানা যাচ্ছে না। কারণ ‘অবিবাহিত’ রোনালদোর জন্য সৌদি আরব কী আইন পরিবর্তন করবে? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যম। এশিয়ার এ দেশটিতে তার সঙ্গে এসেছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও তাদের সন্তানরা।

আর এতেই শুরু প্রশ্নের; কারণ সৌদির মতো রক্ষণশীল দেশে বিয়ে না করে বান্ধবী-সন্তান নিয়ে বসবাস করছেন তারকা এই ফুটবলার।

সৌদি আইনে লিভ ইন বা বিয়ে না করে একসঙ্গে বাস করা নিষিদ্ধ। এর অর্থ বিয়ের আগে কোনো নারী-পুরুষ একসঙ্গে থাকতে পারবেন না। আর এখানেই আইন ভেঙেছেন রোনাল্ডো-জর্জিনা। তাদের একাধিক সন্তান থাকলেও তারা বিয়ে করেননি। তাই সৌদি আইন অনুসারে লিভ ইন এর ফলে তাদের জেল অথবা জরিমানা হতে পারে। তবে রোনালদোর ক্ষেত্রে কিছুই হচ্ছে না।

স্পেনিশ সংবাদমাধ্যম ইএফইকে সৌদি আরবের একজন আইনজীবী জানান, রোনালদো ও জর্জিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে মনে হচ্ছে না।

তবে আপত্তি জানিয়েছে সৌদির জনগণ। বিশ্বের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে, সৌদি কর্তৃপক্ষ আইন সংশোধনের কথাই ভাবছে!

সৌদির ওই আইনজীবী জানান, বিয়ে না করলে নারী-পুরুষের একসঙ্গে বসবাসে নিষেধাজ্ঞার আইন এখনো বহাল রয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের ক্ষেত্রে এখন আর হস্তক্ষেপ করছে না। তবে ভবিষ্যতে কী হবে―তা অনিশ্চিত।

Link copied!