লিভিংস্টোনের সেঞ্চুরি বীরত্বের পরও পাকিস্তানের জয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২১, ০৯:০৮ এএম

লিভিংস্টোনের সেঞ্চুরি বীরত্বের পরও পাকিস্তানের জয়

লিয়াম লিভিংস্টোনের রেকর্ড সেঞ্চুরিও (৪২ বলে ১০৩) বাঁচাতে পারল না ইংল্যান্ড। নটিংহ্যামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান ৩১ রানে হারিয়েছে স্বাগতিকদের। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিল সফরকারীরা। 

পাকিস্তান ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে। আবার সেটা ইংল্যান্ডের ‘বি’ দলের সাথে। কিন্তু টি-টোয়েন্টি পাকিস্তান দারুণ লড়াই করে জয় পেয়েছে ম্যাচ। ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং নেয়। রিজওয়ান ও বাবর আজমের ওপেনিং জুটি ছিল ১৫০ রানের। রিজওয়ান ৬৩ ও বাবর আজম ৮৫ রান করেছিলেন। ২০ ওভারে পাকিস্তান ৬ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে। 

জবাবে ইংল্যান্ডকে আশা দেখান লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান থিঁতু হতে পারেননি। লিয়াম ৪২ বলে সেঞ্চুরি পূরণ করেন। তবে ৪৩ তম বলে আউট হন। ৬টি চার ও ৯টি ছক্কা তার ইনিংসে। তিনি আউট হলে ইংল্যান্ড আর ম্যাচে ফেরেনি। ইংল্যান্ডের আন্তর্জাতিকে টি-টোয়েন্টিতে লিভিংস্টোন দ্রুততম সেঞ্চুরিয়ান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৩৫ বলে সেঞ্চুরি রয়েছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। আর করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। 

ইংল্যান্ড এই ম্যাচে ১৯.২ ওভারে ২০১ রানে অলআউট হয়। ৩০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা পাকিস্তানের শাহেনশাহ আফ্রিদি। ১৮ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি রয়েছে। 

Link copied!