শিরোপার পথেই অ্যাটলেটিকো

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২১, ০৭:০৯ পিএম

শিরোপার পথেই অ্যাটলেটিকো

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সোমবার রাতে তারা লিগের ম্যাচে স্বাগতিক ভিয়ারিয়ালকে হারিয়েছে ২-০ গোলে। ফলে ২৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ডিয়েগো সিমিওনের দলটি। আর্জেন্টাইন কোচ সিমিওনে এই জয়ে রেকর্ডও অর্জন করেছেন। অ্যাটলেটিকোতে এটা তার ৩০৮তম জয়। সাবেক কোচ লুইস অ্যারাগোনেসের জয়ের রেকর্ডকে ছুঁয়েছেন সিমিওনে। 

অ্যাটলেটিকো ভিয়ারিয়ালের মাঠে গিয়েছিল। ফলে চাপে ছিল তারা। অবশ্য প্রথম গোলটি অ্যাটলেটিকো আত্মঘাতি হিসেবে উপহার পেয়েছে। ২৫ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে পিঠে লেগে নিজের জালে বল জড়ান আলফানসো পেডরেজা। ৬৯ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন অ্যাটলেটিকোর পর্তুগীজ তারকা জোয়াও ফেলিক্স। ভিয়ারিয়াল ভাল কিছু সুযোগ পেয়েছে নষ্ট করেছে। ফলে ২-০ তেই শেষ হয়েছে ম্যাচ। 

চলতি মৌসুমে লিগে আর ১৪টি ম্যাচ বাকি রয়েছে। দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনা ২৫ ম্যাচে তুলতে পেরেছে ৫৩ পয়েন্ট। আজ রাতে রিয়াল মাদ্রিদ লা লিগার ম্যাচ খেলতে নামছে। তাদের প্রতিপক্ষ শক্তিশালী রিয়াল সোসিয়েদাদ। আজ রিয়াল জিতলে বার্সেলোনাকে টপকে যাবে তারা। তবে ২৫ ম্যাচে হবে ৫৫ পয়েন্ট । আর অ্যাটলেটিকো একম্যাচ কম খেলেছে আবার ৩ পয়েন্টে লিডেও থাকবে। সব মিলিয়ে অ্যাটলেটিকো স্বপ্ন দেখতেই পারে। কবে সেটা বেশি সময়ের জন্য নয় 

তবে এই শিরোপা লড়াই কেমন হবে সেটা দুটি ম্যাচের ওপর নির্ভর করছে। অবশ্য অন্য ম্যাচে যদি অ্যাটলেটিকো, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ পা না হড়কায়। মাদ্রিদ ডার্বি রয়েছে। যেখানে রিয়াল ও অ্যাটলেটিকো খেলবে। আরেকটি এল ক্ল্যাসিকো অপেক্ষা করছে। বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ জিতবে সে ম্যাচ এখনই বলা যাচ্ছে না। ফলে এই ২০২০-২১ মৌসুমের লা লিগা কে পাবে সেটার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষা এখন। 

Link copied!