চোটে পড়েছেন রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার হয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা হবে না তার। তাতে দুশ্চিন্তায় পড়ে যায় আর্জেন্টাইন সমর্থকরা। একে তো বিশ্বকাপের আগেই দল থেকে ছিটকে পড়েন দলের সেরা মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
ফর্মে নেই চোট থেকে ফেরা আরেক মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এর মধ্যে ডি পলের চোটের খবর মন ভেঙে দেয় আর্জেন্টাইন সমর্থকদের।
আর্জেন্টাইন তারকাদের চোট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষেপে যান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মূলত ডি পলের চোটের খবর প্রকাশ্যে আসায় চটেছেন তিনি। মার্কার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে রদ্রিগো ডি পলের মাঠে নামা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে (বৃহস্পতিবার) স্কালোনি বলেন, আমরা বন্ধ দরজার পেছনে নিজেদের অনুশীলন সেরেছি। তাসত্ত্বেও আপনারা কেন আমাকে ডি পলের চোটের বিষয়ে প্রশ্ন করছেন? আপনারা কী ডাচদের সাহায্য করতে চান?
স্কালোনি বলেন, গণমাধ্যমে এমনভাবে গোপন তথ্য ফাঁস হওয়াটা আমাদের জন্য় কোনোভাবেই ভালো খবর নয়। এখনও আরেকবার আমরা অনুশীলন করব। এরপরই ডি পল ও ডি মারিয়া খেলতে পারবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।