সাত গোল দিল চেলসি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২১, ১১:২৩ এএম

সাত গোল দিল চেলসি

দলের প্রধান দুই স্ট্রাইকার চোটের জেরে মাঠের বাইরে। তা সত্ত্বেও প্রতিপক্ষকে গোলের মালা পরাল চেলসি। শনিবার প্রিমিয়ার লিগে নরউইচ সিটিকে ৭-০ গোলে উড়িয়ে দিল টমাস টুচেলের দল। হ্যাটট্রিক ম্যাসন মাউন্টের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে ক্যালাম হুডসন-ওডেই, রিসি জেমস ও বেন চিলওয়েল। একটি গোল আত্মঘাতী। এই জয়ের সুবাদে লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখল চেলসি। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে চেলসি।

প্রথম আট ম্যাচের মধ্যে ছ’টিতেই জয় পায় তারা। তবে গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের আসরে মালমোর বিরুদ্ধে রোমেলু লুকাকু ও টিম ওয়ার্নারের চোট পেয়ে মাঠ ছাড়াটা চিন্তা বাড়িয়েছিল কোচ টুচেলের।

যদিও শনিবার সেই অভাব টের পেতে দিলেন না ম্যাসন মাউন্ট।দিনের অপর ম্যাচে ব্রাইটনকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের ফল ৪-১। জোড়া গোল ফিল ফোডেনের। পাশাপাশি স্কোরশিটে নাম তুলেছেন যথাক্রমে ইকে গুন্ডোগান ও রিয়াধ মাহরেজ। ব্রাইটনের একমাত্র গোলটি অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টারের। এই জয়ের সুবাদে ম্যাঞ্চেস্টারের সংগ্রহ ৯ ম্যাচে ২০ পয়েন্ট। পাশাপাশি অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরল আর্সেনাল।

গত দু’ম্যাচে ড্র করার পর শুক্রবার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরে মিকেল আর্তেতা-ব্রিগেড। ২৩ মিনিটে টমাস পার্টের গোলে লিড নেয় তারা। প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। আর ৫৬ মিনিটে প্রতিপক্ষের জালে দলের হয়ে তৃতীয়বারের জন্য বল জড়ান এমিলে স্মিথ রো। ম্যাচের শেষলগ্নে জেকব রামসের গোলে অ্যাস্টন ভিলা ব্যবধান কমায়। এই জয়ের সুবাদে পয়ন্টে টেবিলে প্রথম দশে প্রবেশ করল আর্সেনাল (৯ ম্যাচে ১৪ পয়েন্ট)।

 

Link copied!