রিয়াল মাদ্রিদে যাওয়া বা পিএসজিকে থাকা পুরো সিদ্ধান্তই কিলিয়ান এমবাপ্পের ওপর। এ বিষয়ে এমবাপ্পের মা ফায়জা লেমারি বলছেন, তার দুই ক্লাবের পক্ষ থেকেই চুক্তির ব্যাপারে অফার আছে। পিএসজি ধরে রাখতে বোনাস ঘোষণা করেছে। ওদিকে রিয়াল বিশাল টাকার (ইউরো) অঙ্ক নিয়ে বসে আছে। এখন এমবাপ্পে সিদ্ধান্ত সে কোনটা করবে।
এদিকে ফরাসি একটি দৈনিকের খবর, রবিবার বিকালে কিলিয়ান এমবাপ্পে তার সিদ্ধান্তের ব্যাপারটি জানিয়ে দেবেন। ফলে আর বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না।
এমবাপ্পের বর্তমান বাজারমূল্য প্রায় ১৬০ মিলিয়ন ইউরো। গত বছর তাকে কেনার জন্য নাকি প্রায় ২০০ মিলিয়ন ইউরোই অফার করেছিল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেকে ধরে রাখার ব্যাপারে নাছড়বান্দা ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। যে কারণে তুমুল আলোচনা হলেও শেষ পর্যন্ত আর দলবদল ঘটেনি।