সিলেটে সাকিবকে দেখার জন্য হাহাকার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০৮:০৮ পিএম

সিলেটে সাকিবকে দেখার জন্য হাহাকার

হঠাৎ করে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ছাদ থেকে নজর পড়ে প্রধান ফটকে। দেখা যাচ্ছে কিছু  তরুণ-তরুণীর জটলা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের কথা বার্তার ধরন দেখে বোঝা গেলে তারা মাঠে ঢুকতে চাইছেন। পরে নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে নিশ্চিত জানা গেলো, তারা মাঠে ঢুকতে চাইছেন মূলত সাকিব আল হাসানকে এক নজর দেখার জন্য। 

রোববার (৯ জানুয়ারি) দুপুরের দিকে এই দৃশ্য দেখা যায় চা বাগান ঘেরা এই স্টেডিয়ামের প্রধান ফটকে। ওয়ালটন সেন্ট্রাল জোনের জার্সিতে সাকিব তখন ব্যাট হাতে লড়ছিলেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে। ইতিউতি করে মাঠে প্রবেশের সুযোগ না পেয়ে তারা ফেরেন কিছুক্ষণ পরেই। নিরাপত্তীরক্ষী জানিয়েছেন সারাদিন জুড়েই এভাবে দর্শকদের ভিড় লেগেছিল। 

আজ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও একাডেমি মাঠে শুরু হয় ইন্ডিপেন্ডেন্স কাপ। শেষ হবে ১৫ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে। প্রতিদিন রয়েছে দুটি করে ম্যাচ।  এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দর্শকদের জন্য উন্মুক্ত রাখছেন না। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল ববি। 

তিনি মুঠোফোনে বলেন, ‘সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী আমরা দর্শকদের প্রবেশের অনুমতি দিচ্ছি না। উন্মুক্ত রাখলে করোনা ছড়িয়ে পড়ার আশংকা বেড়ে যায়। তাই এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী আমরা দর্শকদের ঢুকতে দিচ্ছি না। যদি পরিবর্তন হয় আমরা জানিয়ে দেব।’ 

ইন্ডিপেন্ডেন্স কাপে প্রতিদিন রয়েছে দুটি করে ম্যাচ। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। অর্থ্যাৎ ফাইনালে ওঠার আগে ম্যাচ পাবে তিনটি করে। একদিন বিরতি দিয়ে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। খেলা শুরু হবে সকাল ৯টা থেকে। মাঝে ১২টা ৩০ থেকে ১টা পর্যন্ত বিরতি। শেষ হবে বিকেলে সাড়ে ৪টার মধ্যে।

আপাতত সিলেটের দর্শকদের জন্য কোনো সুখবর নেই!

সাকিব ব্যাট হাতে ৫৮ বলে ৩৫ রানের পাশাপাশি বল হাতে নেন ২ উইকেট।

Link copied!