রাশিয়াকে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে ডেনমার্ক। এমন ঝড়ের মধ্যেই তারা নকআউট পর্বে যেতে পেরেছে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ওয়েলস।
ক্রিস্টিয়ান এরিকসন ফিনল্যান্ডের ম্যাচে অজ্ঞান হয়ে যান। সেটা ছিল ডেনমার্কের প্রথম ম্যাচ। সে ম্যাচটিতে হেরে যায় ডেনমার্ক। এরিকসন সুস্থ হয়ে এখন পরিবারের সঙ্গে রয়েছেন। তবে দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রিয় সতীর্থ ছিটকে গেলেও শেষ ষোলো নিশ্চিত করেছে দেশটি।
কোপেনহেগেনে অবিশ্বাস্য একটি রাত ডেনমার্কের। এই মাঠেই সেই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। কিন্তু এরিকসন ভালো আছেন। আর তার দল পরের রাউন্ডে গেছে।
এদিকে বেলজিয়াম ২-০ গোলে ফিনল্যান্ডকে হারিয়েছে। বেলজিয়াম এখন গ্রুপের শীর্ষে রয়েছে। ফিনল্যান্ড ও রাশিয়ার ভাগ্য ঝুলে রইল। সেরা তৃতীয় হতে পারলে তারা যাবে।