হেডিংলি টেস্ট জয়ের পর বেন স্টোকস জানালেন, অ্যাশেজ জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। ইংল্যান্ড রবিবার ৩ উইকেটে জিতে ৫ টেস্টের সিরিজ ২-১ করেছে।
ম্যাচের পরে স্টোকসকে প্রশ্ন করা হয়, ইংল্যান্ড এই পরিস্থিতি থেকেও অ্যাশেজ জিততে পারবে কি? স্টোকসের সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসী উত্তর, `একদমই পারে। কোনও সন্দেহ নেই।`
এর পরেই উডের প্রশংসা স্টোকসের মুখে। কেন উডকে দু’টি টেস্টে বসিয়ে রাখা হয়েছিল, সে প্রশ্ন অনেকেই তুলেছেন। স্টোকস বলেন, “ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে বল করে এমন একজনের দলে থাকা কতটা সুবিধার সেটা বুঝতে পেরেছি। ব্যাট করার সময় উড অনেক খোলামনে খেলে। কোনও ব্যাখ্যা করা যায় না ওর ব্যাটিং দেখলে। আমার মতে, প্রথম ইনিংসে ওর আট বলে ২৪ রান ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল। ওর ব্যাট করার ধরন সব সময় কাজে আসে না ঠিকই। কিন্তু সাফল্য পাওয়ার সুযোগ সব সময় বেড়ে যায়।`