স্পিনাজ্জোলাকে মনে রেখেছেন ইতালিয়ানরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২১, ১০:৫৭ এএম

স্পিনাজ্জোলাকে মনে রেখেছেন ইতালিয়ানরা

বেলজিয়ামের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন লেফট ব্যাক স্পিনাজ্জোলা। তার অস্ত্রোপচারের দরকার হবে। স্পেনের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ তিনি খেলতে পারেননি। তবে বাসায় বসে খেলা দেখেছেন। আর ইতালিয়ানরা জয়ের পর তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। 

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় ইতালি। ওই ম্যাচে স্পিনাজ্জোলা দারুণ খেলেছেন। কিন্তু তার চোটে সেট আপ ভেঙে যায় ইতালির। অবশ্য টাইব্রেকে জিতে সেই স্পিনাজ্জোলাকে মনে করলেন ইতালিয়ানরা। বাসায় জয়ের পর সোফায় বসে উচ্ছ্বাস প্রকাশ করেন স্পিনাজ্জোলা। 

ফাইনালে ইতালির প্রতিপক্ষ হবে ইংল্যান্ড নয়তো ডেনমার্ক। স্পিনাজ্জোলার জন্য ফাইনাল টা জিততে চায় এখন ইতালিয়ানরা। 

Link copied!