স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্য নিয়ে পালিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২৩, ১০:০৫ এএম

স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্য নিয়ে পালিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস

‘শেখ হাসিনার উন্নয়ন দর্শন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’- এই প্রতিপাদ্য নিয়ে পালন হচ্ছে এবারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে প্রতি বছর ৬ এপ্রিল পালন করা হয় দিবসটি। বাংলাদেশে জাতীয় পর্যায়ে দিনটি পালিত হয়ে থাকে।

১৮৯৬ সালে, এইদিনে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ ২০১৩ সালের সাধারণ সভায় দিনটিকে ‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ হিসেবে বেছে নেয়।

isd6-4

দিবসটি উপলক্ষে দিনটি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থা নানা কর্মসূচির আয়োজন করেছে।

এলিট একাডেমির ফুটবলারদের লাল ও সবুজ দলে বিভক্ত করে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে ৪টায়।

Link copied!