তিন দিনেই টেস্ট হারল বাংলাদেশ। ২দিন আগেই খেলা শেষ। নিউজিল্যান্ডের আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি। গতকাল প্রথম ইনিংসে বাংলাদেশ ১২৬ রানে গুটিয়ে যায়। আর আজ ভাল প্রতিরোধ করেছে টাইগাররা। কিন্তু জুটি গুলো আরো বড় না হওয়ায় হেরেই যেতে হলো।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে আজ ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। আর শেষ উইকেটটি পেলেন রস টেলর। যিনি এই ম্যাচের পর আর টেস্ট খেলবেন না। কি চমৎকারভাবেই না অবসরে গেলেন এই ব্যাটিং কিংবদন্তি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়েছে। টেলরকে বিদায় বেলায় অভিনন্দন জানিয়েছে পুরো গ্যালারি।
লিটন দাসের ব্যাটিং মুগ্ধ করেছে। ১১৪ বলে ১০২ রান করেন তিনি ওয়ানডে মেজাজে। ১৪টি চার ও ১টি ছয়ে সাজানো তার ইনিংস। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের জেমিসন ৪টি ও ওয়াগনার ৩ উইকেট পেয়েছেন। অতিরিক্ত বাউন্স ও শর্ট পিচড বলে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। পুরনো দূর্বলতা আবার চোখে পড়লো। ম্যান অফ দ্য সিরিজ হন ডেভন কনওয়ে। দুই টেস্টেই তার সেঞ্চুরি ছিল। আর ম্যাচসেরা হয়েছেন টম লাথাম। যিনি এই ম্যাচে ২৫২ রানের ইনিংস খেলেন ও ৬টি ক্যাচ নিয়েছেন।
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট ম্যাচটিতে বাংলাদেশ ৮ উইকেটে জিতেছিল। দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র করতে পারলেও সিরিজ বাংলাদেশের থাকতো। কিন্তু সেটা হয়নি। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক টস জিতে ফিল্ডিং নেন। সবুজ ঘাসে ছাওয়া পিচ থেকে ভুল বুঝেছিলেন তিনি। নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে।