হেডিংলিতে ইংল্যান্ড ও কোহলির ফেরার লড়াই

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২১, ০৫:০৫ এএম

হেডিংলিতে ইংল্যান্ড ও কোহলির ফেরার লড়াই

বিরাট কোহলি বড় ইনিংসে খেলতে পারছেন না। এটা নিয়ে কম কথা হচ্ছে না। তিনি বড় স্কোর করবেন সে অপেক্ষার সমাপ্তি দেখতে চায় সমর্থকরা। আর ইংল্যান্ড ৫ টেস্টের সিরিজ ১-০ তে পিছিয়ে। তারা এই ম্যাচ জিতে সমতায় আসতে চাইবে। প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। আর লর্ডসে দ্বিতীয় ম্যাচটি ভারত জয়লাভ করে। 

নটিংহ্যামে ড্র হলেও, লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে  ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী ভারতীয় ক্রিকেট দল। পারফরমেন্সের ধারাবহিকতা অব্যাহত রেখে আগামীকাল শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট জিতে সিরিজে ডাবল লিড লক্ষ্য ভারতের। অন্য দিকে  সিরিজে সমতা আনতে জয় ছাড়া কিছু ভাবছে না ইংল্যান্ড। লিডসে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।  

নটিংহ্যামে জয়ের সুযোগ পেয়েছিলো ভারত। সিরিজের প্রথম টেস্টে জয়ের জন্য চতুর্থ দিন ২০৯ রানের টার্গেট পেয়েছিলো ভারত। ১ উইকেটে ৫২ রান তুলে দিন শেষ করেছিলো টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে শেষ দিন ৯ উইকেট হাতে নিয়ে ১৫৭ রানের প্রয়োজন ছিলো। কিন্তু পঞ্চম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ড্র’তে শেষ হয় সিরিজের প্রথম টেস্ট। এতে জয় হাতছাড়া হয় ভারতের।

ভারত-ইংল্যান্ড ১২৮টি টেস্ট খেলেছে। ইংল্যান্ডের জয় ৪৮টি, ভারতের জয় ৩০টিতে। ৫০টি টেস্ট ড্র হয়েছে।  

Link copied!